পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা সংস্থা আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী)–এর সদস্যদের ট্রেনে দায়িত্ব পালনের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ উঠেছে, আরএনবি সদস্যরা কিছু ক্ষেত্রে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম মাকছুদুন্নবী সম্প্রতি একটি অফিস আদেশে ট্রেনে আরএনবির ডিউটি স্থগিতের ঘোষণা দেন। আদেশে বলা হয়েছে, যাত্রীদের কাছ থেকে আরএনবি সদস্যদের আচরণ এবং কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি পর্যালোচনা না করা পর্যন্ত আরএনবি সদস্যরা কোনো ট্রেন যাত্রায় দায়িত্ব পালন করতে পারবেন না। চিফ কমান্ড্যান্টকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের অভিযোগ অনুযায়ী, কিছু আরএনবি সদস্য অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া এবং নারী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, আরএনবি সদস্যদের দায়িত্ব ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, টিকিটবিহীন যাত্রীদের প্রতিরোধ এবং রেল সম্পদ রক্ষা করা। কিন্তু এই দায়িত্ব পালনের সুযোগে যদি কেউ অপব্যবহার করেন, তা রেলওয়ে নীতির পরিপন্থী।
এ বিষয়ে রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এজিএম) শফিকুর রহমান বলেন, ‘নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রত্যাশিত। কিছু সদস্যের আচরণ গোটা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এটি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এফপি/রাজ