Dhaka, Thursday | 8 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 8 May 2025 | English
একাত্তরের পর প্রথমবারের মতো ভারতে নিরাপত্তা মহড়া
খালেদা জিয়াকে বিএনপির সুশৃঙ্খল অভ্যর্থনার পরিকল্পনা
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
শিরোনাম:

বিআরটিএ পাবনা অফিসে দালাল-ঘুষ রমরমা, দুদকের অভিযান

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৩৬ পিএম  (ভিজিটর : ২৯)

দালাল ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ না দিলে নড়ে না ফাইল- এমনই ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মের বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।

অভিযান চলাকালে সেবাপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা জানতে পারেন, এখানকার কার্যক্রম পুরোপুরি দালাল নির্ভর। গ্রাহকদের অভিযোগ, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, নবায়ন কিংবা রুট পারমিট- প্রত্যেকটি সেবা পেতে ঘুষ দিতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। কেউ কেউ জানান, ২০১৯ সালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের কাজ সম্পন্ন হয়নি; তবে দালালের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ শেষ হয়েছে।

সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি—ঘুষ ছাড়া এখানে কিছুই হয় না। সব সেবাই যেন দালাল ও টাকার ওপর নির্ভরশীল। আমরা প্রাপ্ত তথ্য ও রেকর্ড সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব। সেখান থেকে নির্দেশনা এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা বিআরটিএ কার্যালয় ঘিরে আগে থেকেই রয়েছে দুর্নীতির নানা অভিযোগ। অভিযোগ রয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ সহায়তায় গড়ে উঠেছে একটি শক্তিশালী দালাল চক্র। বিগত সময়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝