Dhaka, Sunday | 11 May 2025
         
English Edition
   
Epaper | Sunday | 11 May 2025 | English
শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী
মায়ের শূন্যতায় যেভাবে কাটছে বিশ্ববিদ্যালয়ের এলোমেলো দিনগুলো
বিশ্ব মা দিবস আজ
ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র
শিরোনাম:

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন সরকারি এডওয়ার্ড কলেজ

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ৮৭)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ৫ মে অনুষ্ঠিত হয় রাজধানীর সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে অংশ নিয়ে সরকারি এডওয়ার্ড কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আরও কয়েকটি ইভেন্টে রানার্সআপ ও প্রথম তিনে অবস্থান করে কলেজের শিক্ষার্থীরা।

সেরা অর্জনগুলো হলো-

টেবিল টেনিস দ্বৈত (ছাত্র): চ্যাম্পিয়ন হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. ছাব্বির হোসেন ও ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হাসান।

টেবিল টেনিস একক (ছাত্র): চ্যাম্পিয়ন হয়েছেন মো. ছাব্বির হোসেন।

টেবিল টেনিস দ্বৈত (ছাত্রী): চ্যাম্পিয়ন হয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোছা. ফাতেমাতুজ জহুরা ও ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের ছাত্রী মোছা. মিম খাতুন।

দাবা (ছাত্র): চ্যাম্পিয়ন হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাফিউজ্জামান বাপ্পি।

সাঁতার (ফ্রি স্টাইল ও ব্রেস্ট স্ট্রোক): উভয় ইভেন্টে দ্বিতীয় হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সেজান হোসাইন।

৪০০ মিটার দৌড় (ছাত্র): তৃতীয় হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা।

ফুটবল (ছাত্র): ইভেন্টে রানার্সআপ হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ।

এই সাফল্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও গর্বের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, উত্তরবঙ্গের অক্সফোর্ডখ্যাত সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এই গৌরব শুধু কলেজ নয়, আমাদের অঞ্চলেরও।

সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ১২৭ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান দেশ-বিদেশে সুনামের সঙ্গে শিক্ষার্থী গড়ছে। ক্রীড়া প্রতিযোগিতায় এই অর্জন আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝