Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
শিরোনাম:

বাঞ্ছারামপুরে সমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৮৭)

‘মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে’-  এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি‌টি মা‌নিকপুর ইউনিয়ন প‌রিষদ থে‌কে শুরু ক‌রে পু‌রো গ্রাম প্রদ‌ক্ষিণ ক‌রে মানিকপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে এসে শেষ হয়।

আজ (রবিবার) বিকেলে মানিকপুর সর্বসাধারণের উদ্যোগে এই মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইসরাইল এবং সঞ্চালনা করেন মো. মাইনুদ্দিন। র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা, সাবেক মেম্বার কাশেম মিয়া, মোহাম্মদ আলী, মাওলানা মহিউদ্দিন নোমানী, মাইনুদ্দিন মিয়াসহ মানিকপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের সর্বনাশ ডেকে আনে। মাদক নির্মূল করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।’

র‌্যালি শেষে বক্তারা বলেন, ‘বিগত সময়ের মতো আর যেন মাদক ব্যবসায়ীদের রমরমা অবস্থা না থাকে। মানিকপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। যদি মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত কাউকে শনাক্ত করা যায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করতে হবে এবং যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের সম্মানিত করা হবে।’

বক্তব্যে আরও বলা হয়, ‘মাদকের ভয়াবহতা শুধু অপরাধ বাড়ায় না, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। বাবা-মাকে সন্তানের প্রতি আরও বেশি সচেতন হতে হবে- তাদের চলাফেরা, সঙ্গী নির্বাচন সবকিছুর উপর নজর দিতে হবে।’

সভায় বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজসেবক, যুবসমাজ এবং গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘সমাজকে রক্ষা করতে হলে মাদকবিরোধী লড়াইকে একটি আন্দোলনে পরিণত করতে হবে।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝