Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
শিরোনাম:

আজমিরীগঞ্জে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০৬ এএম  (ভিজিটর : ১১)

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসদরের অজিত সূত্রধর হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 
 
শনিবার (২৬ এপ্রিল ) সকালে র‍্যাব ৯ এর একটি দল দুপুর আনুমানিক সাড়ে বারটায় জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নতুন বাজার ও বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় হবিগঞ্জ সদর ইউনিয়নের লস্করপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজিত হত্যা মামলার আসামি ও আজমিরীগঞ্জ পৌরসভার নগর (কামারহাটি)র  বাসিন্দা মৃত নির্মলেন্দু হোম রায়ের পুত্র আশোতোষ হোম রায় ওরফে বুদ্ধ (৫০) ও তার সহোদর নীলোৎপল হোম রায় লিটন (৪৬), রাকেশ সূত্রধর ওরফে বৈরাগী (৫৫) এবং তার পুত্র রাংকু সূত্রধর (৩০) কে আটক করে। আটকের পর শনিবার রাতে তাদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
 
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতের হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে  কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার নগর গ্রামের জগন্নাথ আখড়ার সম্পত্তির হিসেব নিয়ে আজমিরীগঞ্জ পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রোডে নীচ বাজার এলাকায় চন্দন দেবের দোকানে চন্দন দেব ও চম্পক দেব গংরা অজিত সুত্রধরকে ডেকে নিয়ে যান। চন্দনের দোকানে গেলে অজিত সূত্রধরের সাথে আটকৃতরাসহ চন্দন, চম্পক গংদের ধর্মীয় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয়াদি নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময অজিত সুত্রধর বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর গত  ৫ জানুয়ারি মৃত অজিত সুত্রধরের ছোট ভাই অভিমন্যু সুত্রধর বাদী হয়ে নগর গ্রামের মৃত গোপেন্দ্র দেবের পুত্র গনত্তোম দেব ওরফে চম্পক (৪৮), মৃত নির্মলেন্দু হোম রায়ের পুত্র আশোতোষ হোম রায় ওরফে বুদ্ধ (৫০) তার ভাই নীলোৎপল হোম রায় ওরফে লিটন (৪৬), মৃত রাজকুমার সূত্রধরের পুত্র রাকেশ সূত্রধর ওরফে বৈরাগী (৫৫) তার পুত্র রাংকু সুত্রধর (৩০), মৃত চুনী লাল দেবের পুত্র চন্দন দেব (৪৫), মৃত তরনী সূত্রধরের পুত্র রনজিৎ সূত্রধর (৬০), মৃত চন্দ্র দেব রায়ের পুত্র আশিষ দে রায় ওরফে বোরন (৪০), মৃত সুধীর চৌধুরীর পুত্র সন্তোষ রঞ্জন চৌধুরী (৬০), মৃত মনিন্দ্র দেবের পুত্র রতন দেব (৩৫), মৃত বানু দেবের পুত্র বাসব দেব(৩০) মৃত নগেন্দ্র দেবের পুত্র প্রদীপ দেব (৩৫) সহ  অজ্ঞাতনামা আরো ৮/১০জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শফিকুল ইসলাম জানান, র‍্যাব ৯ এর সহায়তায় ৪ জনকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝