নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি এলাকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়ার কান্ট্রি ডিরেক্টর ইসা সানুসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খনি ইউনিয়নের কর্মকর্তা ইয়াহায়া আদামু গোবিরাওয়া এএফপিকে বলেন, শনিবার (২৬ এপ্রিল) জামফারা রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার গোবিরাওয়ার চালি গ্রামে ‘ভারী বন্দুক’ ব্যবহার করে ডাকাতরা ওই হামলা চালায়। হামলার সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেশির ভাগ গ্রামবাসী হতাহত হয়েছেন।
গোবিরাওয়া এই আক্রমণ ‘বিনা উসকানিতে’ ঘটেছে বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, মঙ্গলবার হামলাকারীরা প্রথমে ঘটনাস্থলে হামলা চালালে তাদের প্রতিহত করা হয়েছিল। দস্যুরা আরও বিশেষভাবে সশস্ত্র ছিল। তারা ভারী বন্দুক ব্যবহার করে।
পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেনি, তবে তারা এখনও তদন্ত করছে বলে জানিয়েছে।
জামফারা হল উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার ডাকাতদের দ্বারা আতঙ্কিত বেশ কয়েকটি রাজ্যের মধ্যে একটি, যেখানে স্থানীয় লোকেরা অপরাধী দলকে ডাকাত বলে ডাকে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের উপস্থিতি, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হওয়ায় অপরাধী দলগুলো এসব অঞ্চলে অবস্থিত গ্রামে প্রায়ই হামলা চালায় এবং বাসিন্দাদের হত্যা ও অপহরণ করে থাকে।
এফপি/এমআই