শেরপুরের নালিতাবাড়ীতে ৩ গ্রাম হেরোইন ও ১১ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার পৃথক অভিযানে উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ ও মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
হেরোইনসহ গ্রেফতারকৃত হলো- পৌরশহরের গড়কান্দা এলাকার মর্তুজ আলীর পুত্র সামির ইসলাম অয়ন (১৯) এবং ভারতীয় মদসহ গ্রেফতারকৃত হলো- সমশ্চুড়া এলাকার মুর্শেদ আলমের পুত্র কবির হোসেন (১৯)।
পুলিশ সুত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ সামির ইসলাম অয়নকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
এফপি/রাজ