চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বটতলা পাড়ার তোফায়েল হোসেনের ছেলে।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন, নিহত শহিদুল ইসলাম ব্যাটারিচালিত পাখিভ্যান ভ্যানযোগে ডিম, ছোলাসহ বিভিন্ন খাবার আইটেম গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। শুক্রবার ভোরে পাখিভ্যানের চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমার জানা নেই। সদর হাসপাতাল থেকে আমাকে জানানো হয়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।
এফপি/রাজ