Dhaka, Thursday | 24 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 April 2025 | English
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ
বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় অস্ট্রেলিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ৯ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠলো ৩৯.৫ ডিগ্রীতে
শিরোনাম:

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে কঠোর ঈশ্বরগঞ্জের কর্মকর্তারা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:২৩ পিএম  (ভিজিটর : ৫৯)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের জন্য বিভিন্ন প্রকল্পে ২০২৪-২৫ অর্থ বছরে ১শ ৯৩টি প্রকল্পের কাজ চলমান। টিআর,কাবিটা,কাবিখা কর্মসূচী নামে এসব প্রকল্প স্বচ্ছতার সহিত বাস্তবায়িত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এসব প্রকল্পের কাজ নিজে মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদুল আহমেদ।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যায়ক্রমে প্রতিদিনই প্রতিটি প্রকল্পের খোঁজ খবর রাখছেন। গত সোমবার থেকে  প্রতিটি ইউনিয়নে প্রত্যেকটি প্রকল্পের কাজ প্রতিদিনই নিয়মিত পরিদর্শন করছেন তারা।

পরিদর্শনকালে প্রতিটি প্রকল্প সভাপতিকে কঠিন নির্দেশনা দেন যেনো কোন প্রকার অনিয়ম-দুর্নীতি এসব প্রকল্পে না হয়। কোনো প্রকার অনিয়ম চোখে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠিন হুশিয়ারি দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, টি আর, কাবিখা ও কাবিটার সকল প্রকল্পগুলো যেনো স্বচ্ছতার সাথে হয় তাই প্রতিদিন তদারকি করছি। সবকটি প্রকল্পের সভাপতিদের কড়া বার্তা দেওয়া হয়েছে যেনো কোন প্রকার অনিয়ম না হয়। তারপরও যদি কোন প্রকল্প সভাপতি তার প্রকল্পে অনিয়ম করে তাহলে তার প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে।

বিভিন্ন প্রকল্পের সভাপতিদের সাথে কথা হলে তারা জানান, এই প্রথম দেখতে পেলাম টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজে উপজেলা নির্বাহী অফিসার এতো কঠোর ভাবে তদারকি করছেন। সেই সাথে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, যে ভাবে তাঁরা তদারকি করছেন এতে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। বর্তমান ইউএনও মহোদয় সৎ মানুষ তার চোখ ফাঁকি দিয়ে অনিয়ম করা সম্ভব না। উনি সততার সাথে কাজ করেন এটা যোগদানের পর আমরা দেখে আসছি তাই একটু আধটু অনিয়ম করতে আমাদের ভয় হয় যে কারনে অনিয়ম করা সম্ভব না। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, সকল প্রকল্প সভাপতির কাছে পরিস্কার মেসেজ দেওয়া হয়েছে যেনো কোন প্রকার অনিয়ম না করা হয়। তারপরও যদি কেউ অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তবে গত সোমবার থেকে আমি বিভিন্ন ইউনিয়নে যে কয়টি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকটিতে ভালো মানের কাজ হয়েছে। আশাকরি বাকিগুলোতেও ভালো হবে ইনশাআল্লাহ। তারপর আমি তো সারাক্ষণ খোঁজ খবর রাখছি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সার্বক্ষণিক তদারকি করার জন্য বলে দিয়েছি। আশাকরি সবকটি প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝