চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২০ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
সংগঠনের আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং সার্বভৌমত্বের প্রতীক। এনসিটি লাভজনক ও আধুনিক একটি টার্মিনাল, যা দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি জানান, এনসিটিতে পাঁচ হাজার কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে এবং এটি বাৎসরিক প্রায় ১,৩৬৭ কোটি টাকা আয় করে। গত অর্থবছরে ৫৫ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭.৩৭ শতাংশ বেশি।
তিনি অভিযোগ করেন, পতেঙ্গা টার্মিনালের মতো এনসিটিও বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে, যার পেছনে রয়েছেন সাবেক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানসহ একটি চক্র। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় আয়, বৈদেশিক মুদ্রা ও হাজারো চাকরির ওপর হুমকি তৈরি করবে এবং জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে।
সংবাদ সম্মেলনের শেষাংশে শাহজাহান চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণ রাজপথে নামতে বাধ্য হলে তার দায় সরকারের। ষড়যন্ত্র বন্ধ করুন এবং জড়িতদের বিচারের আওতায় আনুন।”
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তারা বিদেশি বিনিয়োগের বিরোধিতা করে না, তবে তা নতুন অবকাঠামোতে হওয়া উচিত—চলমান ও লাভজনক স্থাপনায় নয়।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা, চট্টগ্রামের কয়েকটি আসনের জামায়াত প্রার্থীরা, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
এফপি/এমআই