রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিনগর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা কাঠ রেখে পালিয়ে যায়। অভিযানে টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯২ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ১,৮৪,০০০/- (এক লক্ষ চুরাশি হাজার) টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩২টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২৩৬৯.৭৩ সিএফটি অবৈধ কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ৪১,৫৩,৪৬৫/- (একচল্লিশ লক্ষ তেপ্পান্ন হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
এফপি/এমআই