খুলনায় সমাজ রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা শীর্ষ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে নগরীর সার্কিট হাউজ ময়দানে জেলা ইমাম পরিষদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি আল নদভি। এছাড়া সম্মেলনে উপজেলা পর্যায়ের ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সম্মেলনে বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত দুই হাজারের অধিক ইমাম ও মোয়াজ্জেমগণ অংশ নেন।
এ সময় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার আলোকে খতিব, ইমাম, মোয়াজ্জিম ও খাদেমদের ইনসাফ ভিত্তিক সম্মানজনক সম্মানী প্রদান, দেশের শিক্ষা ব্যবস্থার সকল স্তরে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা বাধ্যতামূলক করা এবং ফিলিস্তিনে গণহত্যাযজ্ঞ বন্ধ করে স্থায়ীভাবে যুদ্ধবিরতি ঘোষণাসহ ১০ দফা দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা কমিটিকে সংস্কার করে মসজিদে নবীর অনুকরণে মসজিদ কেন্দ্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইমামদের দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া এবং আল্লাহ, আল্লাহর রসূল , কুরআন ও ইসলাম নিয়ে কটুক্তিকারীদের দৃশ্যমান বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা।
এফপি/অ