| শিরোনাম: |

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাম পরিবর্তন, শূন্য পদ পূরণ, জরুরি, আউটডোর ও মেডিসিন বিভাগে প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টি, ক্যাথল্যাব বিভাগে স্থায়ী জনবল নিয়োগ এবং ক্যান্সার বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সিরাজগঞ্জ নাগরিক সমাজ ও সিরাজগঞ্জ স্বাস্থ্যকর্মী ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্স, সেবাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারী না থাকায় প্রতিদিন রোগীরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুত শূন্য পদ পূরণ, নতুন পদ সৃষ্টি এবং স্থায়ী নিয়োগ দিতে হবে।”
বক্তারা আরও বলেন, “হাসপাতালের সক্ষমতা বাড়াতে ক্যান্সার, ক্যাথল্যাব ও আইসিইউ ইউনিটকে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। একইসাথে স্থানীয়ভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। সরকারের নিকট হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বিশেষায়িত বিভাগগুলোর কার্যক্রম দ্রুত চালুর জোর দাবি জানান।”
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরাম আহবায়ক ডা: এস এ আব্দুল লতিফ, সিরাজগন্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানববন্ধনে ব্যানার নিয়ে শতাধিক অংশগ্রহণকারী “ন্যায্য দাবি বাস্তবায়ন চাই”, “স্বাস্থ্যসেবা বঞ্চনা নয় অধিকার চাই” ইত্যাদি শ্লোগান দেন।
এফপি/এমআই
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার: ইসি সচিব
মনসুর আলী মেডিক্যাল কলেজে পদ সৃষ্টি ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন
মৃত্যুর ১৫ মিনিট আগে ইলিশ মাছ কিনে রাখতে বলেছিলেন আজাদ
রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে: ফরিদা আখতার
জুরাছড়ি সেনা জোন কর্তৃক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান