দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। এবারের আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডিলিট)’ ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট এবার সনদ গ্রহণ করবেন। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী প্রায় সাড়ে ২২ হাজার, মেডিকেল ও নার্সিং বিভাগের শিক্ষার্থী প্রায় ২ হাজার এবং পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষার্থী প্রায় ৮০ জন।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অতিথি হিসেবে যোগ দেবেন।
সমাবর্তন উপলক্ষে বিশেষ একটি লোগো উন্মোচন করেছে চবি প্রশাসন, যা অনুষ্ঠানের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। সনদ প্রস্তুতির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে; উপাচার্য নিজ হাতে প্রায় ১৮ হাজার সনদে স্বাক্ষর করছেন, যাতে শিক্ষার্থীরা বিশেষ সম্মান অনুভব করেন।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং শিক্ষার্থীদের ভলান্টিয়ার টিম কাজ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ অপেক্ষার পর শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন উৎসব হয়ে উঠবে।
এফপি/এমআই