শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রং মিস্ত্রির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা মহাখালী এলাকার ছামিদুল ইসলামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দোকানে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয় জাহাঙ্গীর। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করে কিন্তু মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়, তারপর কোন প্রকার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। আজ সোমবার দুপুরে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নদী হতে মরদেহ উঠানো হলে জাহাঙ্গীরের মৃতদেহ শনাক্ত করে তার পরিবার।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এফপি/রাজ