Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
শিরোনাম:

মধ্যরাত থেকে হজ ফ্লাইট শুরু: সৌদি আরবে যাচ্ছেন ৮৭ হাজার মুসল্লি

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১:৫১ পিএম  (ভিজিটর : ১৫)

আজ সোমবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র হজের জন্য হজ ফ্লাইট। রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবে রওনা হবেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন মুসল্লি হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন।

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সরকারি পর্যায়ে ১১২ জন গাইড এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সহায়তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ৭০ জন মোয়াল্লেম সার্বিক সহায়তা প্রদান করবেন।

হজযাত্রী পরিবহনের জন্য এ বছর তিনটি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া এয়ারলাইনস ৮০টি এবং নাস এয়ার ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাই। ফিরতি ফ্লাইট সংখ্যা হবে যথাক্রমে বিমান ১০৯টি, সাউদিয়া ৭৯টি এবং নাস ৩৪টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সৌদি আরবে পৌঁছে হজযাত্রীদের আর ইমিগ্রেশন জটিলতায় পড়তে হবে না।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানিয়েছেন, এবারের হজ ফ্লাইট ব্যবস্থাপনায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ অর্থাৎ ২০২৫ সালের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝