চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার আসামি জলদস্যু রফিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কক্সবাজারের পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রফিক উল্লাহ মহেশখালীর কালারমারছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান বলির ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রফিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়। ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার সময় সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি পশ্চিম) মো. রিয়াজুল ইসলাম বলেন, “রফিক উল্লাহকে গ্রেপ্তারে আমরা একাধিক জায়গায় অভিযান চালিয়েছি। অবশেষে পেকুয়া থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।”
এফপি/এমআই