প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:২০ পিএম (ভিজিটর : ২৪)
দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়া এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের বড়দিঘি নামক পুকুর খনন করার সময় শ্রমিকরা কষ্টিপাথরের দেখা মিলে। বিষয়টি জানা জানি হলে উপজেলা প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতকাল সোমবার বিকেলে ২৭ কেজি ওজনে কষ্টি পাথর এবং আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক বলেন, উপজেলার হরিনাথপুরে আনিছার রহমানের পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ২৭ কেজি ও ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে। এটি জেলা ট্রেজারিতে হস্তান্তর করা হবে।