Dhaka, Thursday | 17 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 17 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

বাগাতিপাড়ায় ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে বিক্ষোভ, সরকারি কর্মচারী প্রত্যাহার

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:২৫ পিএম  (ভিজিটর : ৩২০)

নাটোরের বাগাতিপাড়ায় ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’ করায় হারুনুর রশিদ নামের এক সরকারি কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছেন তৌহিদী জনতা। সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে তিনি ফিলিস্তিন ইস্যুতে আল্লাহকে নিয়ে কুটূক্তি করেন। পরে ওই রাতেই ১০টায় কটূক্তির প্রতিবাদের বিক্ষোভ মিছিল করে তৌহিদি জনতা।

অভিযুক্ত হারুনুর রশিদ বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন। প্রতিবাদের মুখে ওই কর্মচারীকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

স্থানীয়রা জানান, সোমবার রাত নয়টার দিকে মালঞ্চি বাজারে কিছু মানুষ ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ধ্বংসের বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় হারুনুর রশিদ আল্লাহকে উদ্দেশ্য করে নানা গালমন্দ ও কটূক্তি করেন। এর পরই উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে হারুনুর রশিদকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা বিষয়টি ইউএনওকে আবহিত করেন। তারপর তৌহিদী জনতার রাত প্রায় ১০টার দিকে মালঞ্চি বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন স্থানীয় মুজাহিদুল ইসলাম ও এসএম হাসান জাহিদ বাবু। তারা প্রশাসনের নিকট হারুনুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দ্রুত তার শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন।

এ ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তৌহিদা জনতার পক্ষ থেকে পুনরায় বিক্ষোভ মিছিল করা হয় এবং পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগাতিপাড়া মডেল থানায় স্বারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেন, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া শিবিরের সভাপতি মিঠু সরকার ও সাধারণ সম্পাদক শাহিন ইসলাম প্রমুখ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনো হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। লিখিত অভিযোগও পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকতা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ ঘটনায় হুরুনের বিরুদ্ধে লিখিত অভিযোগও পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝