Dhaka, Wednesday | 9 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 9 April 2025 | English
পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা
ট্রাম্পের শুল্কনীতিতে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে মিলছে না সুবিধা
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী
শিরোনাম:

সাংবাদিকের দুই হাত ভেঙে দিলো বিএনপি কর্মীরা

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৪৯ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ৯:৫১ পিএম  (ভিজিটর : ১১)
হাসপাতালে অক্সিজেন দেওয়া হয় আহত সাজেদুল ইসলাম সেলিমকে।

হাসপাতালে অক্সিজেন দেওয়া হয় আহত সাজেদুল ইসলাম সেলিমকে।

নাটোরে সাজেদুল ইসলাম সেলিম নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। এ সময় বেধড়ক পিটিয়ে তার দুই হাত ভেঙে দিয়েছেন তারা।

রোববার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।

আহত সাজেদুর রহমান সেলিম শুধু সাংবাদিকই নন তিনি কবি ও একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং মহান একুশের একদিনের পথ বই মেলার প্রবর্তক। তিনি স্থানীয় দৈনিক পত্রিকা ‘প্রান্তজন’-এর সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথ রোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। এ সময় তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক পিটিয়ে তাকে ফেলে রেখে যান তারা। এ সময় কলেজে আর না যাওয়ার জন্য শাসিয়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।

সাজেদুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিএনপি সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর মধ্যে একজনকে চিনতে পেরেছি যার নাম ওহাব। তিনি স্থানীয় বিএনপির কর্মী। এ সময় তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। কলেজে কমিটি নিয়ে ঝামেলায় বিএনপির একটি পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করেছে। অথচ কমিটির বিষয়ে তো আমার কিছু করার নেই।

সাংবাদিক সেলিমের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গণমাধ্যম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা। তারা এ ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমন ন্যক্কারজনক কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতার আনার দাবি জানিয়েছেন নারদ বার্তার সম্পাদক পরিতোষ অধিকারী।

সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সেলিমের ওপরে এ হামলা সাংবাদিকের ওপর হামলা, একজন কবির ওপর হামলা, সর্বোপরি সাংস্কৃতিক কর্মীর ওপর হামলা। আমি দেখতে চাই প্রশাসন দ্রুততার সঙ্গে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

বিশিষ্ট চিত্রশিল্পী সিসিমপুরের সাবেক পরিচালক এম আসলাম লিটন নিন্দা জানিয়ে ফেসবুকে লেখেন, সেলিমের ওপর এই বর্বরোচিত হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।

অভিযুক্ত ওহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। কোনো মারধরকেই আমরা সমর্থন করি না।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার অর্থোপেডিক বিশেষজ্ঞ পলাশ কুমার সাহা জানান, মারধরে তার দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তাকে বর্তমানে অক্সিজেন দিয়ে সদর হাসপাতালে রাখা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝