নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার জামনগর হাঁপানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত ফরজের ছেলে ফজলু আলী (৪২) এবং একই এলাকার জয়নালের স্ত্রী শাকিলা বেগম (৪০)।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়নাল ওরফে কটার ছেলে সাকিম আলী (২১) একই এলাকার একটি স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করতো। জানতে পেরে ছাত্রীর বাবা বিষয়টি তার পরিবারকে জানায়।
এরপর গত ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে রাস্তা থেকে সিএনজিযোগে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান করতে পারেননি পরিবারের লোকজন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ এপ্রিল বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অপহরণের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
এফপি/রাজ