পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার, ৬ এপ্রিল, ঈদের পরবর্তী প্রথম কর্মদিবসে এই শুভেচ্ছা বিনিময়ের সময় কমিশনের চারজন নির্বাচন কমিশনার, সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সিইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ- সব কার্যক্রমে অগ্রগতি সন্তোষজনক।
সিইসি কর্মকর্তাদের কাজের প্রশংসা করে বলেন, “আপনারা অসাধ্যকে সাধন করেছেন। খুব অল্প সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ শেষ করেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, তা কমিশনের জন্য গর্বের বিষয়।” তিনি আরও যোগ করেন, “নির্বাচনের প্রতিটি ধাপ এবং অগ্রগতি সরকারকে নিয়মিতভাবে জানানো হচ্ছে।”
তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ এখনও চলমান রয়েছে এবং এটি শেষ হবে আগামী ১১ এপ্রিলের মধ্যে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রক্রিয়াকে ঘিরে যে প্রস্তুতি চলছে, তা নিয়ে আশাবাদী সিইসি। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিটি কার্যক্রমে যত্নবানভাবে অগ্রসর হচ্ছে।
এফপি/রাজ