ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্বী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি স্থানীয় ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহত তন্বী উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের একমাত্র মেয়ে।
৭ এপ্রিল সোমবার বেলা আনুমানিক ১২.৩০ ঘটিকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর পরই গাছের গুঁড়ি দিয়ে প্রায় আধাঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ইউএনওর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুদিপ্ত প্রিয়ন্তি নামে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তন্নীর মৃত্যু হয়। এ ছাড়াও ইজিবাইকে থাকা মরিয়ম আক্তার (৪০) ও রাকিব হাসান (২২) নামে দুই যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে মরিয়ম আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত তন্নী সোমবার সকাল ১০ টায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। প্রাইভেট থেকে ফেরার পথে বাড়ির পাশেই দুর্ঘটনায় নিহত হন তন্বী। দুই ভাই এক বোনের মধ্যে তন্বীই সবার বড়।
এদিকে সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান তন্বীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর তন্বীর বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র মেয়েকে হারিয়ে আহাজারি করছেন মা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফপি/রাজ