Dhaka, Sunday | 6 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 6 July 2025 | English
পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রয়োজন: ফরিদা আখতার
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
শিরোনাম:

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০৫ পিএম  (ভিজিটর : ৩৭)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় বুধবার দুপুরে রফিকুল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে।

 লাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের কৃষক রফিকুল বুধবার সকাল ১০টার দিকে সাপমারির হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। বেলা ১২টার দিকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে আসা মাত্রই যাত্রীবাহী একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা মারলে তিনি সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ওই কৃষককে উদ্ধার করে বেলা পৌনে একটার দিকে আহত ওই কৃষককে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 
পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় বেলা আড়াইটার দিকে ওই কৃষক মারা যান।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝