জামালপুরে আইনজীবীদের আইন পেশায় ৪০ বছর পূর্তি ও আইনজীবীদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিবিড়ভাবে জড়িত থাকেন। আইন পেশায় আইনজীবীদের ৪০ বছর পূর্তি উপলক্ষে তাদের সংবর্ধনা আয়োজন মহতি উদ্যোগ। পাশাপাশি আইনজীবীদের কৃতি সন্তানদেরও সংবর্ধনা প্রদানের উদ্যোগটি নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।
পরে আইন পেশায় ৪০ বছর পূর্তি হওয়ায় ১৮ জন আইনজীবী ও আইনজীবীদের ৩৮ জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এফপি/রাজ