নাটোরের সিংড়ায় নানান আয়োজন সিংড়া মডেল প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবম আমানুল্লাহ, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাংবাদিক খলিল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন সরকার, এটিএন বাংলার নাটোর জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মুন্নাফ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আলআমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, গোল-ই- আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসান আলী বান্না'সহ গণমাধ্যম কর্মী, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/অ