Dhaka, Monday | 10 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 10 November 2025 | English
সরকারি ছুটি নির্ধারণ হয় কীভাবে
অস্বাস্থ্যকর হয়ে পড়েছে ঢাকার বাতাস
সারাদেশে তাপমাত্রা কমার আভাস
তারেক প্রসঙ্গে ইসি সচিব— ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’
শিরোনাম:

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম  (ভিজিটর : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্হানীয় বাসিন্দা মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা ও হেলাল মোল্লা।

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা খেলায় সভাপতিত্ব করেন।

পরিচালনায় ছিলেন প্রবীণ লাঠিয়াল  মোঃ হামেদ মৃধা।

তিনি জানান, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল আঃ তাদের মৃধা স্মরনে এলাকাবাসী দলমত নির্বিশেষে খেলাটির আয়োজন করে থাকেন। হাজার হাজার নারী-পুরুষ এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন।

খেলায় বিভিন্ন এলাকা হতে এসে লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার নানা কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেবগ্রাম একটি চরাঞ্চল, এখানকার মানুষের উন্নয়নের অনেক প্রয়োজন। যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে বিজয়ী করেন, আমি এই প্রত্যন্ত অঞ্চলে আধুনিকতার ছোঁয়া এনে দেব। দেবগ্রাম ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে, এর সুফল পাবেন এখানকার সকল মানুষ।”

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝