Dhaka, Thursday | 17 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 17 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

সচিবালয়ের পথে বিক্ষোভে পুলিশের হামলা, সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:৪১ পিএম  (ভিজিটর : ১৭)

রাজধানীর শিক্ষা ভবনের সামনে চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন সাবেক বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদস্যরা।

আহত ইসমাইল হোসেন জানান, সোমবার দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, ফলে তাদের কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে রয়েছেন কামরুল ইসলাম (৪৮), মাহফুজুর রহমান (৫৯), রতন কুমার দেব (৬০), মোতালিব হোসেন (৬৫), কামরুজ্জামান (৪৫), সরোয়ার হোসেন (৫০) ও ইসমাইল হোসেন (৭০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‘বিডিআর কল্যাণ পরিষদ’ গত শনিবার দুই দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে। তাদের দাবিগুলো হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া। তারা দুই দিন (রোববার পর্যন্ত) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে এবং আজ শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝