দেশকে অস্থিতিশীল করতে ও বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতা, ভাংচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগর গাছাখানা বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। উক্ত মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বর্হিবিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাংচুর লুটপাট ও ক্ষতিসাধন করে।
ঘটনার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থল এলাকায় অবস্থানরত দুষ্কৃতিকারীদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারী সনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জড়িতদের মধ্যে ০৪ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। নাশকতা, ভাংচুর লুটপাট ও ক্ষতিসাধনের ঘটনায় গাছা থানার মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সিয়াম খান (অনিক) (১৮), শিমুল আহাম্মেদ শাওন (২০), মোঃ শাহিন (১৯), জয়নাল আবেদীন (২১)।
মঙ্গলবার সকাল ৯:৪৫ মিনিটে গাছা থানার ডিউটি অফিসার নাছরিন আক্তার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত চারজনকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এফপি/রাজ