পুলিশের উপর হামলা চালিয়ে বিস্ফোরক আইনের মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ভাটেরা ইউনিয়নে ভাটেরা রাবার বাগানের মেইন গেইট পাশে একটি মুদির দোকান থেকে ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ শহিদ মিয়াকে আটকের জন্য অভিযান চালায়। আসামি শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মোঃ ছাদেক মিয়া। পরবর্তীতে এসআই মোঃ ছাদেক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, আব্দুল আলীম, হাবিবুর রহমান, আমির হোসেন আমু, এএসআই অলিয়ার রহমান মোল্লা, আব্দুর রহিম’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটেরা ইউপির কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ছিনিয়ে নেয়া আসামি শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/রাজ