Dhaka, Wednesday | 9 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 9 April 2025 | English
পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা
ট্রাম্পের শুল্কনীতিতে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে মিলছে না সুবিধা
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী
শিরোনাম:

বাগাতিপাড়ায় রাতের গভীরে পুকুর খনন, মাটি বিক্রির মহোৎসব

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ৯:৩৬ পিএম  (ভিজিটর : ১৩৪)

নাটোরের বাগাতিপাড়ায় গভীর রাতে পুকুর খনন করে মাটি বিক্রির মহোৎসব চলছে। আইন-কানুনের তোয়াক্কা না করে নির্বিচারে তিন ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে কমে যাচ্ছে আবাদি জমি। জলাবদ্ধতা সৃষ্টির পাশাপশি চাষাবাদেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া রাস্তার ওপর দিয়ে মাটি বহনের কারণে পাকা রাস্তা নষ্টের পাশাপাশি বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে সড়ক দুর্ঘটনার আশংকা রয়েছে।

তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির হিড়িক পড়লেও অজ্ঞাত কারনে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে উপজেলা প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, ঈদের টানা ছুটির সুযোগে উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে পুকুর খনন করা হচ্ছে। কোথাও পুকুর সংস্কারের নামে, কোথাও তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন চলছে। এসব মাটি বিভিন্ন মাটি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে। আবার ইট ভাটা মালিকের কাছে বিক্রিরও অভিযোগ রয়েছে। কেউ কেউ মাটি ক্রয় করে ব্যক্তিগত গর্ত ভরাট করছেন।

স্থানীয়রা আরো জানান, প্রতিরাতে উপজেলার অন্তত ৫টি স্থানে এক্সকেভেটর যন্ত্র দিয়ে পুকুর খননের কাজ করা হচ্ছে। রাতভর চলছে ভারি ট্রাকে মাটি বহন। উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা মোদ্দাপাড়ায়, সালাইনগর এলাকায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের কোয়ালিপাড়ায়, ফাগুয়াড়দিয়াড়ে, এবং পৌরসভার টুনিপাড়াসহ বিভিন্ন স্থানে পুকুর খনন চলছে। ঠিকাদারি নিয়ে এক্সকেভেটর (ভেকু) যন্ত্র দিয়ে এসব খনন ও ট্রাকে মাটি বিক্রির কাজ করছেন এক শ্রেণির মানুষ। 
স্থানীয়রা বলছেন, এসব ব্যাপারে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসীরা। অথচ জমির শ্রেণি পরিবর্তনসহ ফসলি জমিতে পুকুর খনন করতে স্থানীয় প্রশাসনের অনুমোদনের বিধান রয়েছে। এক্ষেত্রে আইন প্রয়োগে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়গুলো নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদেরও অসন্তোষ রয়েছে। তাদের কেউ কেউ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পুকুর খনন, ভারি যানবাহনে মাটি বহনে রাস্তা নষ্ট এবং প্রশাসনের নিরবতা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। এছাড়াও সম্প্রতি একটি স্থানে ছাত্র সমন্বয়কদের কয়েকজন গিয়ে মাটি কাটার প্রতিবাদ করেন। কিন্তু তবুও বন্ধ হচ্ছে না এই কর্মযজ্ঞ। 
এ বিষয়ে খোদ উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, এভাবে অপরিকল্পিত পুকুর খনন চললে কৃষি জমির পরিমান কমে ফসল উৎপাদন ব্যাহত, জলাবদ্ধতা সৃষ্টি হবে। সমতলের এই মাটি বিক্রি হলে সে মাটিও পূরণ হচ্ছে না। তাছাড়া আইনেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খোঁজ পেলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। গতরাতেও দুই স্থানে পুকুর খননের খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ধানী শ্রেণির জমিতে পুকুর খননের জন্য তার দপ্তরে কয়েকজন গিয়েছিলেন, তবে তাদের কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি। প্রতিরাতে অভিযোগ পেলেই অফিসার ইনচার্জ ঘটনাস্থলে অভিযান দিলেও কাউকে পাওয়া যায় না। তবে অন্যজেলা থেকে বাগাতিপাড়া উপজেলার ওপর দিয়ে মাটি বহন করলে সেখানে স্থানীয় প্রশাসনের আইন প্রয়োগের তেমন সুযোগ থাকে না।

এফপি/রাজ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝