জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমেরিকার সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে।
শুক্রবার সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবন ‘স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনও কাজে ফিরতে পারছে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধ প্রবণতা বাড়বে। যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে চলে যান।
এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সহসভাপতি লোকমান হোসেন ও জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এফপি/এমআই