শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে কৃষকের দেওয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে গারো পাহাড়ের মধুটিলা এরিয়া পূর্ব সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দলবেঁধে ধানখেত ও লোকালয়ে নেমে আসে। বন্য হাতির কবল থেকে ফসল রক্ষায় কৃষকেরা ধানখেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল পূর্ব সমশ্চূড়া পাহাড় এলাকায় আমন ধানের জমিতে খাবারের সন্ধানে নামে। ধানখেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডব চালায়।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার মো. দেওয়ান আলী বলেন, জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক জিয়াউর রহমানকে (৩৫) আটক এবং ওই জেনারেটরের তার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ব্যবস্থা নেওয়া হবে। হাতির ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
এফপি/এমআই