Dhaka, Saturday | 22 March 2025
         
English Edition
   
Epaper | Saturday | 22 March 2025 | English
দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে: জি এম কাদের
থাইল্যান্ডে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা ক্ষীণ
দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি, পাল্টা জবাবে যা বলল দুদক
ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ২৪ মার্চ পর্যন্ত থাকবে সক্রিয়
শিরোনাম:

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:১৪ পিএম  (ভিজিটর : ৪)
সংঘর্ষে আহত একজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সংঘর্ষে আহত একজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তাছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩)। একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশারও (৩৫) এই সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা।

ঈদকে সামনে রেখে সবশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, সংঘর্ষে ২জন নিহতের খবর শুনেছি। তবে একজনের লাশ হাসপাতালে এসেছে। অন্যজনের লাশ না আসা পর্যন্ত বলতে পারছি না নিহতের সংখ্যা আসলে ২জন কি-না।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝