Dhaka, Saturday | 15 March 2025
         
English Edition
   
Epaper | Saturday | 15 March 2025 | English
স্বাধীনতা দিবস ২০২৫: আমাদের প্রত্যাশা
কর্মসূচি থেকে সরে এলো বাম সংগঠনগুলো
৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প
আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি ঘোষণা
শিরোনাম:

নেত্রকোনায় পথচারীদের মাঝে যুবদলের ইফতার বিতরণ

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:২২ পিএম  (ভিজিটর : ২৭)
নেত্রকোনায় পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ছবি: প্রতিনিধি

নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি প্রার্থী মো. হাসনাত হাসান সৈকতের উদ্যোগে আজ পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজুর বাজার, বড় বাজার, সাতপাই রেল ক্রসিং এলাকায় এ ইফতার বিতরণ করা হয়। এ সময় প্রায় ২৫০০ অসহায় পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসনাত হাসান সৈকত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে এই ইফতারের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আজকে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরন করেছি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।

ইফতার বিতরণে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ন- সম্পাদক রানা, যুবদলের সাবেক সহ-সম্পাদক তুষার মজুমদার, যুবদলের সদস্য মাহফুজ, যুবদলের সাবেক সহ-সম্পাদক আরাফাত, ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক স্বপন, ছাত্রদলের সাবেক সদস্য মাজাহারুলসহ সাদেক, মনির, আজিজুল, তৌফিক প্রমুখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝