ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে ২৭ জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ৯ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি ও ২০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এতে বলা হয়, এ সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৬৫টি মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত রোববার (৮ মার্চ) দিনগত রাত ১২টা থেকে গতকাল সোমবার (৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলি, চারটি চাপাতি, চারটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি ছুরি, একটি ডেগার, একটি সেলাই রেঞ্জ, চার ভরি চার আনা স্বর্ণের গহনা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইলফোন ও নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ বোতল বিদেশি মদ, ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন।
জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
এফপি/এমআই