দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই বিদেশের মাটিতে বড় ধরনের স্বীকৃতি অর্জন করছেণ। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে এই সম্মাননা পেয়েছেন। গতকাল রাতে (২৯ জানুয়ারি) পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী।
পোস্টে জয় আহসান লেখেন, “পুতুলনাচের ইতিকথা” সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। জি২৪ ঘণ্টা আয়োজিত “বিনোদনের সেরা ২৪”-এ সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের। কৃতজ্ঞ ও অভিভূত।’ জয়ার এই সাফল্যে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
ছবিতে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কুসুম-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আর সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জয়া আহসানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। সিনেমার গল্প ও নির্মাণশৈলী দর্শকদের কয়েক দশক আগের প্রেক্ষাপটে নিয়ে যায়, যেখানে প্রতিটি চরিত্রই ছিল অত্যন্ত জটিল ও জীবনঘনিষ্ঠ।
এর আগে জয়া আহসান জানান, ‘পুতুলনাচের ইতিকথা’ তার অভিনয় জীবনের একটি অত্যন্ত বিশেষ কাজ এবং সেখানে তার অভিনীত চরিত্রটির গভীরতা ও আবেগী প্রকাশ সমালোচকদের নজর কাড়ায় তিনি ভীষণ আনন্দিত। সিনেমায় জয়ার সংবেদনশীল অভিনয়কে অনেকেই বছরের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছে উপন্যাসটির ধারাবাহিক প্রকাশের প্রায় ৯০ বছর পর। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৪-৩৫ সালে ভারতবর্ষ সাময়িকীতে। গত বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
এফপি/অ