Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

সিনেমা থেকে ‘বিদায়’ নিচ্ছেন অনন্ত জলিল

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৪ এএম  (ভিজিটর : ৩১)

ব্যবসায়িক সংকটের কারণে আপাতত সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাঁর গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। 

রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসার সংকট কাটাতেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন তিনি।

ব্যবসার অবস্থা নিয়ে অনন্ত জলিল জানান, অভিনয় নিয়ে এখন কোনো ভাবনাই নেই তাঁর। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না। 

তাঁর ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম।

ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’

তিনি আরো বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরো কঠিন অবস্থায় পড়ে যাব।’

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। তখন থেকেই তাঁর প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। 

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমা শুটিং পর্যায়ে ছিল।

পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ ছবির মহরত হলেও শুটিং শুরু হয়নি। 
এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিলের মন্তব্য, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝