Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

‘দেশের ১৩ কোটি মানুষই আমার ফ্যান’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম  (ভিজিটর : ২৮)

ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়- এবার নিজের জনপ্রিয়তা নিয়ে দেওয়া আত্মবিশ্বাসী মন্তব্যের কারণে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করে দর্শক-ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভক্তসংখ্যা নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।

অপু বিশ্বাস দাবি করেন, দেশের বিপুলসংখ্যক মানুষ তাকে পছন্দ করেন। তার ভাষায়, ‘দেশে ১৮ কোটি মানুষ আছে। এর মধ্যে হয়তো ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে ভালোবাসেন। বাকি অনেকে হয়তো আমাকে ঠিকমতো চেনেন না, আর কেউ কেউ অপছন্দও করতে পারেন। তবে পছন্দ-অপছন্দ মিলিয়েই সবাই আমাকে অনুসরণ করেন বা নজরে রাখেন।’

কিছুদিন আগে নতুন সিনেমার খবর কম থাকায় আলোচনায় খানিকটা ভাটা পড়লেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অপু। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজে যুক্ত থাকার পাশাপাশি পারিবারিক ব্যবসাতেও সময় দিচ্ছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন নতুন দুটি সিনেমার শুটিং।

এর মধ্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ সিনেমায় অপুর নায়ক আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা দুটি।

দীর্ঘ প্রায় দুই দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে অপু বিশ্বাসের অভিষেক ঘটে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘কোটি টাকার কাবিন’সহ প্রায় ৮০টির মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর আবারও নতুন রূপে বড় পর্দায় ফিরতে প্রস্তুত এই জনপ্রিয় অভিনেত্রী।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝