আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বর্জন নিয়ে জল্পনার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)কে নতুন করে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে কি না-সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই এই ঘোষণা আসার কথা।
এরই মধ্যে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত হওয়ায় তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।
পিসিবির অবস্থান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে আইসল্যান্ড ক্রিকেট জানায়, ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গা নিতে তারা পুরোপুরি প্রস্তুত।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে,‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। তারা যদি ২ ফেব্রুয়ারি সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে প্রস্তুত। তবে ৭ ফেব্রুয়ারির মধ্যে কলম্বো পৌঁছানোর ফ্লাইট সূচি ভয়াবহ এক লজিস্টিক দুঃস্বপ্ন! আমাদের ওপেনিং ব্যাটসম্যান তো আবার ঘুমোতেই পারে না!’
রসিকতাকে আরও জোরালো করতে আইসল্যান্ড ক্রিকেট কেফলাভিক থেকে কলম্বো পর্যন্ত সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনার একটি স্ক্রিনশটও শেয়ার করে, শেষ মুহূর্তের ডাক পাওয়ার অযৌক্তিকতা ও জটিলতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সব বিকল্পই খোলা রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তী সরকার নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান প্রতিবাদ জানিয়ে আসছে।
অন্যদিকে, ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। একটি ব্যতিক্রম ছাড়া দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে যাওয়া স্কোয়াডের সঙ্গেই মিল রয়েছে।
এফপি/অ