Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
শিরোনাম:

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম  (ভিজিটর : ১১)

নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ইংল্যান্ডের আপত্তির পর এবার অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিকে কেন্দ্র করেই এই অবস্থান নিয়েছে দেশটি।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিপা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতির ওপর অস্ট্রেলিয়া সরকার ঘনিষ্ঠ নজর রাখছে। আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন না হলেও সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়া এখনই নিজেদের বিমানবন্দরে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের তুলনায় আরও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছে।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক পর্যায়ে নিপা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আলোচনা শুরু হওয়ায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সতর্কতা আরও জোরালো হচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের অন্য কয়েকটি দেশও ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এরই মধ্যে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই আসরে মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝