আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে নারী-পুরুষ চা শ্রমিকদের নিয়ে এক ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ, অবাধ ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
এফপি/জেএস