জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের প্রচারণা এবং ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মৎ ফারহানা রহমান। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলা নির্বাচন অফিসার এবং জেলা তথ্য অফিসার সভায় উপস্থিত ছিলেন।
সভায় গণভোট কার্যক্রমের গুরুত্ব ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি সফল ও গ্রহণযোগ্য গণভোট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
সভায় আরও উল্লেখ করা হয়, ভোটারদের মধ্যে গণভোট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন ও তথ্য বিভাগের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সফল গণভোট আয়োজন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এফপি/জেএস