কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজন, ছাত্রদলের সহ-সভাপতি রাকিব নেওয়াজসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
এফপি/এমআই