| শিরোনাম: |

প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরের গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে গাংনী উপজেলার দারুস সুন্নাত মোখরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মেহেরপুর–২ (গাংনী) আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. নাজমুল ফারুকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইয়ামিন আলী বাবলু, সিরাজুল ইসলাম, সুলেরী আলভী, জামাল উদ্দিন, যুবদল নেতা সুজন কবির, আহসানুল হক সুমন, ফারিয়া সভাপতি আলী হোসনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এফপি/জেএস