পাবনা–৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিমুল বিশ্বাস বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে সীমিত সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সকল বিধি ও নির্দেশনা মেনে চলবো এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন সরকারি বিধিনিষেধ মেনে ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সংশোধিত সময়সীমা আগামী (২৯ ডিসেম্বর) পর্যন্ত নির্ধারিত রয়েছে।
এফপি/জেএস