Dhaka, Sunday | 28 December 2025
         
English Edition
   
Epaper | Sunday | 28 December 2025 | English
ফের দাম বেড়েছে সোনা ও রুপার
আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে
আবারও শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের
শিরোনাম:

চলনবিলে পরিবেশ কর্মীদের অভিযানে পাখি ধরার কেল্লাঘর ধ্বংস

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৪২)

চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ কর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ১০টি বক পাখি অবমুক্ত করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর ) বিকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় উদ্ধার করা।

বকগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস.এম রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝