ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। নগরী শিববাড়ি মোড়ে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে বিক্ষুব্ধ খুলনাবাসীর ব্যানারে কর্মসূচিতে পালিত হয়।
কর্মসূচিতে বিক্ষুব্ধকারীরা দ্রুত হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান। একইসঙ্গে তারা বলেন হাদীর মত একটা মানুষকে হত্যা করে কিভাবে এই দেশ থেকে খুনিরা পালিয়ে গেল, এটা যদি প্রশাসনের সহযোগিতা না থাকে তাহলে কোনভাবেই সম্ভব নয়। তাই এই কর্মসূচির মধ্য দিয়ে তারা বর্তমান সরকারকেও দোষী করেছে এবং তারা বলেছেন, এ দায় এই সরকারকে নিতে হবে, এটা না হলে এরপর তারা যখন ক্ষমতা ছেড়ে দেবে বিজয়ী দলের হাতে তারপরও তাদের আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া শহীদ উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। রবিবার দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন আহত জুলাইযোদ্ধা মো. হুজাইফা, নূরুজ্জামান নাবিল, সিমান্ত, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিম।
অনশনরতরা বলেন, জুলাই আন্দোলনে শহীদ উসমান হাদী আত্মত্যাগ করলেও এখনো তার হত্যাকারীরা আইনের আওতায় আসেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
অনশনকারীরা অভিযোগ করে বলেন, একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অনশন চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
অনশনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে দিনরাত তারা অবস্থান করবে বলেও জানায়।
এফপি/জেএস