আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে প্রার্থীর নিজ বাসভবনে দোয়া মিলাদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আসেন তিনি।
এফপি/জেএস