আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর আসনে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে রবিবার বেলা ১১টার দিকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার সহকারি রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন করেন। এরপূর্বে গত (১৭ ডিসেম্বর) জামায়াতের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার অধ্যাপক মোঃ মোক্তার আলি, (১৮ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশর ‘মোঃ শহিদুল ইসলাম, (২৪ ডিসেম্বর) এবি পার্টির মোঃ মাহামুদ হাসান, (২১ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী অমলেন্দু দাস অপু এবং (২৭ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শহিদ হোসেন সংশ্লিষ্ট দপ্তর থেকে মনোনয়নপত্র গ্রহন করেন।’
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোছাঃ রেকসোনা খাতুন বলেন, রোববার পর্যন্ত বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীসহ মোট ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র গ্রহন করেছেন।
এফপি/জেএস